ব্রাজিলকে ফেভারিট মানছেন মেসি

লিওনেল মেসি

শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে গ্রুপ পর্বে ২৪ বছর ধরে অপরাজিত থাকার রেকর্ড ভাঙে ব্রাজিল। তবে এমন হারকে খুব একটা গায়ে মাখছে না দলটি। আর এই হারে দলটির ফেভারিট তকমারও পরিবর্তন হচ্ছে না বলে মনে করেন ব্রাজিলের চিরপ্রতিদ্বদন্দ্বী আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

এবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে বিশ্রামের সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। মাঠে নামার আগে ৬ দিন বিরতি মেসিদের। বিরতিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন ফুটবলাররা। এরই মধ্যে আর্জেন্টাইন গণমাধ্যম ওলে’র সঙ্গে কথা বলেছেন মেসি। বিশ্বকাপের শিরোপা জেতার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘যতোটা সম্ভব বিশ্বকাপের খেলাগুলো দেখার চেষ্টা করছি। আমি শুরু থেকেই বলে আসছি ব্রাজিল অন্যতম ফেভারিট। ওরা ভালো খেলছে। ক্যামেরুনের কাছে হেরে যাওয়ার পরও বিশ্বকাপের বড় ফেভারিটদের একটি ব্রাজিল।’

ব্রাজিল এবং ফ্রান্সকে বিশ্বকাপের আগেও ফেভারিট বলছিলেন মেসি। এবার নতুন দল হিসেবে স্পেনের নামও যোগ করেছেন তিনি। তবে সেরার দৌড়ে থাকা অন্যতম দল জার্মানির বিদায় তাকে অবাক করেছে বলেও জানান তিনি।

মেসি বলেন, ‘ফ্রান্স আর স্পেনও ফেভারিট। দু্টো দলই ভালো খেলছে। কখন কীভাবে খেলতে হবে, সেটা নিয়ে ওরা পরিষ্কার ধারণা রাখে। তবে জার্মানির ছিটকে পড়াটা বিস্ময়ের। ওদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে, তারুণ্যনির্ভর দল। সব সময়ই ওরা সেরাদের কাতারে থাকে।’

সূত্র: ডেইলি মেইল

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.