দুটি দলই নোংরা রাজনীতি করছে: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন ও পূজা এলে দুটি দল সংখ্যালঘুদের নিরাপত্তার ধুয়া তুলে রাজনীতি করে। এর মাধ্যমে তারা সংখ্যালঘুদের আতঙ্কে রাখে। ভয় দেখিয়ে সংখ্যালঘুদের কাছে টানতে নোংরা রাজনীতি চলছে। রোববার ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি ইঙ্গিত করে জাপা নেতা বলেন, সম্প্রতি একটি দলের বড় নেতা বলেছেন, নির্বাচনের আগে অমুক দল সংখ্যালঘুদের ওপর হামলা করতে পারে। অন্য দলের আরেক বড় নেতা বলেছেন, অমুক দল সংখ্যালঘুদের ওপর হামলা করে মামলা দেওয়ার চক্রান্ত করছে। এসব বক্তব্যে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুটি দলই সংখ্যালঘুদের ভয় দেখায়। এ ধরনের মনোভাবের নিন্দা জানান তিনি।

জি এম কাদের দাবি করেন, জাতীয় পার্টির কেউ হিন্দুদের নির্যাতন ও সম্পদ দখল করেনি। এদেশে সবাই বাংলাদেশি। ধর্মের কারণে কেউ অধিকার বঞ্চিত হলে সেই সমাজকে সভ্য বলতে পারি না। হিন্দুদের কেউ যাতে দেশ ছাড়ার চিন্তা না করেন, সেই অবস্থা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। 

এ সময় উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি মণীন্দ্র কুমার রায় প্রমুখ। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.