ঘূর্ণিঝড় ‘হামুন’ আঘাত হানতে পারে বুধবার

বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য এলাকায় সৃষ্টি লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। পর্যায়ক্রমে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘হামুন’। যা বুধবার (২৫ অক্টোবর) আঘাত হানতে পারে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে আবহাওয়া অধিদফতরে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক আজিজুর রহমান।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়, আপাতত সমুদ্র বন্দগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের ঘোষণা আসামাত্রই সংকেত বাড়িয়ে দেয়া হবে বলেও জানায় আবহাওয়া অফিস। তবে এবারের ঘূর্ণিঝড় খুব বেশি তীব্র হওয়ার সম্ভাবনা দেখছেন না আজিজুর রহমান।

ব্রিফিংয়ে উপকূলবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঘূর্ণিঝড়ের ঘোষণা আসার সাথে সাথে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে।

আবহাওয়া অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৫৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্বিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.