মেক্সিকোতে সশস্ত্র হামলায় ১১ পুলিশসহ নিহত ১৬

মেক্সিকোতে পৃথক দুটি সশস্ত্র হামলায় পুলিশের ১১ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো ও পশ্চিমাঞ্চলীয় মিকাওকান প্রদেশে হামলা দুটির ঘটনা ঘটেছে। খবর-বিবিসি

গুয়েরেরোর কোয়ুকা দে বেনিতেজ শহরে নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের উপর প্রথম হামলাটি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে পুলিশের ১১ সদস্য নিহত হয়।

স্থানাীয় এল ইউনিভার্সাল পত্রিকা বলছে, হামলার শিকার কয়েকজনকে গুলি করার আগে হাতকড়া পরানো হয়েছিল। মাদক পাচারের কারণে গুয়েরো সবসময় একটি সহিংস এলাকা। প্রশান্ত মহাসাগরীয় করিডরের উত্তরে লাভজনক এ মাদক রুট নিয়ন্ত্রণের জন্য স্থানীয় বিভিন্ন গোষ্ঠী সেখানে সংঘাতে জড়িত।

এ অঞ্চলটি গাঁজার সরবরাহ এবং হেরোইন উৎপাদনের জন্য উৎস কেন্দ্র। দেশটির নিরাপত্তা বাহিনী বলছে, এই হামলার পেছনে মাদক পাচারকারীরা জড়িত থাকতে পারে। এছাড়া মিকাওকান প্রদেশে দ্বিতীয় হামলার ঘটনায় পুলিশের এক সদস্য ও চার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.