তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল করবে আ.লীগ

আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার (১৫ নভেম্বর) ঘোষণা হতে পারে। এর পরপরই তফসিলকে স্বাগত জানিয়ে সারাদেশে আনন্দ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসেন। এ সময় সিদ্ধান্ত হয় যে শুধু মহানগর ও জেলা নয়, উপজেলা–থানা পর্যায়েও মিছিল করা হবে। মিছিলের স্লোগান থাকবে নৌকা। তৃণমূলের নেতাদের এমন ধারণা দেয়া হয়েছে, আজ ও আগামীকাল দুদিনই মিছিলের প্রস্তুতি রাখতে হবে।

কোনো কারণে আজ তফসিল ঘোষণা করা না হলে পরদিন যাতে মিছিল করা যায়। ইতিমধ্যে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে সাংগঠনিক জেলা ও মহানগর নেতাদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে।

তফসিল নিয়ে আগামীকাল বুধবার বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তফসিল কবে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইসি।

ইসি সূত্র জানিয়েছে, কাল বিকেল পাঁচটায় কমিশনের বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.