বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে তিনে ঢাকা

বায়ু দূষণ। ফাইল ছবি

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বুধবার (১৫ অক্টোবর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।

সকাল ৮টার দিকে ১৮৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। এ সময় ঢাকার স্কোর ছিল ১৮৬।

বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গতকাল মঙ্গলবার এ সময়ে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ, আর স্কোর ছিল ১৭৫।

আজ সকাল ৯টার দিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর ও ভারতের নয়াদিল্লি। শহর দুটির স্কোর যথাক্রমে ২৬৪ ও ২৫১। ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৭১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের মুম্বাই।

একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে নিয়মিত তথ্য ধরে ও সতর্ক করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.