রবি-সোমবার হরতাল: লেবার পার্টি

রবি-সোমবার হরতাল ডাকল বিএনপির সমমনা দল লেবার পার্টি

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে আগামী রবি ও সোমবার হরতাল ডেকেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দল বাংলাদেশ লেবার পার্টি।

কর্মসূচি ঘোষণা করে লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া সম্ভব নয়। তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঠিক করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তার দপ্তরে অন্য নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠকে বসেছেন। এতে ইসি সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.