নিউজিল্যান্ডকে বিদায় জানিয়ে ফাইনালে ভারত

ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির একক মালিক এখন বিরাট কোহলি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শতরান করে টেন্ডুলকারকে ছাড়িয়ে গিয়ে পঞ্চাশ ওভারের ক্রিকেটে মোট সেঞ্চুরিতে এককভাবে চূড়ায় বসলেন তিনি। টেন্ডুলকারের শহরে টেন্ডুলকারের সামনেই তাঁর রেকর্ড ভেঙে দিলেন কোহলি। ওয়ানডেতে টেন্ডুলকারের সেঞ্চুরি ৪৯ আর কোহলির ৫০।

প্রথম সেমিফাইনালে ৩৯৭ রানের পাহাড় গড়ে ভারত। বিশ্বকাপে নকআউট পর্বে যা সর্বোচ্চ দলীয় স্কোর। ওই রান তাড়া করে ড্যারিল মিচেলের দুর্দান্ত সেঞ্চুরির পরও ৩২৭ রানে থেমেছে নিউজিল্যান্ড।

৭০ রানের জয়ে ২০১১ সালের পর আবার নিউজিল্যান্ড উঠল দুইবারের চ্যাম্পিয়ন ভারত।
২০১৯ বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল ভারত। একই মঞ্চে এবার কিউইদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল রোহিত শর্মার দল।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৭ উইকেট পান সামি। এতে ২৩ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
ওয়াংখেড়েতে টস জিতে নিজেরা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। বিস্ফোরক ব্যাটিংয়ে ভারতকে দারুণ শুরু এনে দিয়ে নিজের সিদ্ধান্তকে যথার্থও প্রমাণ করেন ভারত অধিনায়ক।

ভারতের রান পাহাড় ডিঙাতে নেমে মোহাম্মদ সামির জোড়া আঘাতে ৩৯ রানে ২ উইকেট হারিয়ে নড়বড়ে হয়ে যায় নিউজিল্যান্ড। তবে কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ব্যাটে শুরুর ধাক্কা সামলে জয়ের আশাও হয়তো দেখছিল কিউইরা। কিন্তু ৬৯ রান করা উইলিয়ামসনকে ফিরিয়ে জুটিটা ভাঙার পর সামি একই ওভারে টম লাথামকেও ফেরালে আবার চাপে পড়ে কিউইরা। তাদের হারানো প্রথম চার উইকেটই নেন সামি। ২২০ রানে চতুর্থ উইকেট হারানোর পর গ্লেন ফিলিপসের সঙ্গে একটা হাফসেঞ্চুরির জুটি গড়েন সেঞ্চুরিয়ান মিচেল। ৪১ রান করে বুমরাহর বলে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে ফেরেন ফিলিপস। অন্য প্রান্তে তাঁর সাবলিল ব্যাটিং করলেও দলের হার এড়াতে পারেননি মিচেল। বিফলে গেছে তার ১১৯ বলে ১৩৪ রানের ইনিংসটি। মোহাম্মদ সামি একাই নেন ৭ উইকেট।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.