গাজীপুরে বাস-পিকআপে আগুন

দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে একটি বাস-পিকআপ ও রেললাইনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার(১৫ নভেম্বর) রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা তাকওয়া পরিবহনের মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মিনিবাসের চালক মাসুম মিয়া জানান, যাত্রী না থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর জৈনাবাজারে বাস দাঁড় করিয়ে রাখেন। পরে তিনি ও হেলপার (সহকারী) একটি হোটেলে খাবার খেতে যান। এর কিছুক্ষণ পর বাসটিতে আগুন জ্বলতে দেখে তারা দৌড়ে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান। এরমধ্যই বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, দাঁড় করিয়ে রাখা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা কবে।

গতরাতে টঙ্গীতেও একটি চলন্ত পিক আপে আগুন দেয় অবরোধকারীরা।

এদিকে, গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.