মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, হাইকোর্টের রুল

প্রধান বিচারপতির বাসভবনে হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্তর্বর্তীকালীন জামিন দেননি হাইকোর্ট। তবে তাকে কেন জামিন দেওয়া হবে না- এই মর্মে রুল করেছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন। আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গেলো রোববার বিএনপি মহাসচিবের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। জামিন আবেদনটি শুনানির জন্য সোমবার কার্য তালিকায় রাখা হয়। ওই দিন হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করে শুনানির জন্য আর্জি জানালে সংশ্লিষ্ট বেঞ্চ আজকের দিন ঠিক ধার্য করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে সংঘর্ষের সময় কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করে। এরপর ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। দিনভর ডিবি কার্যালয়ে রাখার পর তাকে আটক দেখিয়ে রাতে আদালতে তোলা হয়। তারপর থেকেই কারাগারে রয়েছেন বিএনপি মহাসচিব।

গত ২২ নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করলে নিম্ন আদালত তা নামঞ্জুর করেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.