মহাখালীর ফিলিং স্টেশনে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৪

রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে মাসুম (২৩) নামে আরও একজন মারা গেছেন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জন।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রকৌশলী খায়ের গাজী (৪৪)। রোববার (১০ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে মারা যান মো. সালাউদ্দিন (৩৮) নামের আরেকজন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে মারা যান আমির হোসেন (৩২)। বিস্ফোরণে তার দেহের ৩৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনের বিস্ফোরণ ঘটে। এতে আটজন দগ্ধ হন। এ ঘটনায় একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও এখনও চিকিৎসা নিচ্ছেন পাঁচজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.