নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে সমালোচিত কংগ্রেস নেতা

মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া । ছবি : টুইটার

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একজন জ্যেষ্ঠ কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। রাজা পাতেরিয়া নামের ওই কংগ্রেস নেতা এক বক্তৃতায় সমবেত জনতার উদ্দেশে বলেছেন, দেশের সংবিধানকে বাঁচাতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার প্রস্তুতি নিতে হবে তাঁদের। খবর এনডিটিভির।
সমালোচনা শুরুর পরই অবশ্য পাতেরিয়া তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন, হত্যা বলতে তিনি মোদিকে হারানোর কথা বলেছেন। তবে এতেও সমালোচনার তেজ কমেনি। রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’র মাঝখানে এ নিয়ে চাপে পড়েছে কংগ্রেস। বিজেপির অনেক নেতা পাতেরিয়ার গ্রেপ্তার দাবি করেছেন।

সাবেক মন্ত্রী পাতেরিয়ার বিরুদ্ধে পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। কেন্দ্রীয় একজন মন্ত্রী পাতেরিয়ার এ মন্তব্যকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে বর্ণনা করেছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলছেন, ‘ভারত জোড়ো যাত্রার ভান করা ব্যক্তিদের আসল রূপ এখন বেরিয়ে আসছে।’

মোদিকে নিয়ে রাজা পাতেরিয়ার মন্তব্য অনলাইন মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে পাতেরিয়া বলেন, ‘মোদি নির্বাচনী ব্যবস্থাকে শেষ করবেন। ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে দেশের মানুষকে বিভাজিত করবেন। দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের জীবন বিপন্ন। যদি সংবিধানকে বাঁচাতে চান, তাহলে মোদিকে হত্যায় প্রস্তুত হোন।’

এরপর অবশ্য একটি ভিডিও বার্তায় পাতেরিয়া বলেন, তাঁর বক্তব্যে তিনি হত্যা বলতে পরাজয় বুঝিয়েছেন। সেখানে পাতেরিয়া আরও দাবি করেন, তিনি মহাত্মা গান্ধীর অহিংস নীতি অনুসরণ করেন। সংখ্যালঘুদের সুরক্ষার জন্য নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরাজিত করা গুরুত্বপূর্ণ ছিল বলে দাবি করেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.