ধানমন্ডি থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণ

গণপূর্ত সচিব, রাজউক চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে অবমাননার রুল

হাইকোর্ট । ফাইল ছবি

ধানমন্ডির আবাসিক এলাকা থেকে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরাতে আদালতের রায় না মানায় গণপূর্ত সচিব, রাজউক চেয়ারম্যানসহ চার কর্মকর্তার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। আদালত অবমাননার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রুল দেন।

ধানমন্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালের ১১ জুন হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ রায় দেন। এসব নির্দেশনা প্রতিপালন না হওয়ায় চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আবেদনটি করা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

পরে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ‌হাইকোর্টের রায়ে ধানমন্ডি আবাসিক এলাকা থেকে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অপসারণসহ ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের কয়েকটি শাখা সরিয়ে নিতে রাজউকসহ বিবাদীদের প্রতি নির্দেশনা ছিল।

এসব নির্দেশনা প্রতিপালন না করায় হাইকোর্ট গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম ও অথরাইজড অফিসার নুরুজ্জামান হোসেনের প্রতি আদালত অবমানার রুল দিয়েছেন। কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে তাঁদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.