৩৬ ঘণ্টায় ট্রেনসহ ৪ যানবাহনে আগুন, নিহত ৪

গত ৩৬ ঘণ্টায় একটি ট্রেনসহ মোট ৪টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরমধ্যে ট্রেনে আগুনের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ও ৩০ জন কর্মী কাজ করেছে বলেও জানিয়েছে তারা।

এসব অগ্নিসংযোগের ঘটনায় ৩টি বাস ও একটি ট্রেনের ৩টি বগি ক্ষতিগ্রস্ত হয়। এগুলোর মধ্যে রয়েছে, মঙ্গলবার সকালে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে, রাজধানীর শনির আখড়ায় বোরাক পরিবহনের একটি বাসে, বনশ্রীতে রবরব পরিবহনের একটি বাসে ও দুপুরে গুলিস্তানে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা।

এছাড়াও গত ২৮ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত মোট ২৮০টি যানবাহনে অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত সেসব যানবাহনের মধ্যে রয়েছে ১৭৫টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৯টি অন্যান্য গাড়ি। এছাড়া এসব আগুনের ঘটনায় ১৫টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.