ব্যালট ছাপা শুরু, জেলায় যাবে ২৫ ডিসেম্বরের পর থেকে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত ও প্রতীক বরাদ্দের পর থেকে ব্যালট ছাপানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, “যত ভোটার সংখ্যা তত ব্যালট ছাপানো হবে। ২৫ তারিখের পর জেলা পর্যায়ে ব্যালট পেপার পাঠানো শুরু হবে।”

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, প্রতীক বরাদ্দের পরপরই আমরা ৩০০টি আসন থেকে প্রার্থীদের তালিকা পেয়েছি। সে অনুযায়ী ব্যালট পেপার প্রিন্টিংয়ের কাজ চলছে। তিনটি সরকারি প্রেসে ব্যালট মুদ্রণের প্রক্রিয়া শুরু হয়েছে।”

তিনি বলেন, “যেসব নির্বাচনী আসনে প্রার্থিতা নিয়ে মামলা রয়েছে, যেমন- হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেতে পারে, অথবা কারও প্রার্থিতা বাতিল হতে পারে, ওই সব আসনের ব্যালট পেপার পরে ছাপানোর কাজ শুরু হবে।”

৪০টিরও বেশি আসনে মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অতিরিক্ত সচিব বলেন, বিজিপ্রেসের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ৩৩ কোটি টাকা দেয়া হয়েছে।

ছাপানোর পর ব্যালট প্রথমে পাঠানো হবে রিটার্নিং কর্মকর্তার কাছে। সেখান থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তা সংরক্ষণ করা হবে। না হলে ভোটের আগে সব কেন্দ্রে জেলা থেকে তা সরবরাহ কঠিন হয়ে পড়বে বলেও জানান অশোক কুমার। বলেন, যথেষ্ট নিরাপত্তার সঙ্গেই ব্যালট যথাযথ জায়গায় পাঠানো হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.