এইডসে দেশে সর্বোচ্চ মৃত্যু

দেশে এ বছর রেকর্ড সর্বোচ্চ এইডস রোগীর মৃত্যু ও শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালে নতুন করে এইডস রোগী পাওয়া গেছে ১ হাজার ২৭৬ জন। আর এই সময়ে এই রোগে মৃত্যু হয়েছে ২৬৬ জনের, যা অন্যান্য বছরের তুলনায় সর্বোচ্চ।

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়ামে এইডস দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এইডস আক্রান্তদের মধ্যে পুরুষ যৌনকর্মীর সংখ্যা বাড়ছে। এছাড়া পুরুষ সমকামীদের মধ্যেও এই রোগ ছড়াচ্ছে। এ বছর যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৯ দশমিক ৫ শতাংশ পুরুষ।

আক্রান্তদের মধ্যে ১ হাজার ১১৮ জন বাংলাদেশি নাগরিক। বাকি ১৫৮ জন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আটকে পড়া বাস্তুচ্যুত রোহিঙ্গা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ৩৪ বছরে দেশে এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা  ১০ হাজার ৯৮৪ জন। আর সাড়ে তিন দশকে মারা গেছেন ২ হাজার ৮৬ জন। আর এইচআইভি ভাইরাস বহনকারী মানুষের সংখ্যা ১৫ হাজারেরও বেশি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.