নৌকার প্রচার কেন্দ্র ভাঙচুর; আহত ৬ 

জামালপুর-৫ (সদর) আসনে নৌকার প্রচার কেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। এ সময় নৌকা প্রার্থীর ৬ সমর্থক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ডিসেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কৈডোলা এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন-শাহবাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নিয়ামত আলী (৭০), যুবলীগ নেতা মো.জাকির হোসেন ফকির (৪০), মাসুদ রানা (২৭) মারুফ হোসেন, (২২) মাকসুদা বেগম (৪৮) ও পাভেল। গুরুতর আহত ৪জন  জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, বুধবার নৌকার প্রচার মিছিল শেষে হক দাখিল মাদ্রাসা প্রচার কেন্দ্রে যায় নৌকার কর্মী ও সমর্থকরা। এ সময় ঈগল প্রতীকের কর্মী ও সমর্থক সাইফুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন নিয়ে নৌকার প্রচার কেন্দ্র ভাঙচুর করে। তাদেরকে বাধা দিতে গেলে নৌকার কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ছয়জন আহত হয়। গুরুতর আহত চারজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহবাজপুর ইউনিয়নের সমন্বয়কারী হৃদয় আকন্দ চমক জানান, জেলা আওয়ামী লীগের নির্দেশনায় গত কয়েকদিন যাবত আমরা এই ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি। ভোট প্রার্থনা করার সময় আমরা ফোন কলের মাধ্যমে জানতে পারি নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকদের মারধর ও প্রচার কেন্দ্র ভাঙচুর করেছে। পরবর্তীতে আমরা আমাদের সঙ্গে থাকা হায়েস নিয়ে গিয়ে দেখি আহতরা মাটিতে পড়ে আছে। তাদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হামলা প্রসঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ জানান, বিষয়টি আমি শুনেছি। যারা এ হামলা করেছে, তাদের বিচার হওয়া দরকার। যাদের হুকুমে হামলা করা হয়েছে,  সবাইকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু বলেন, নির্বাচনী প্রচারের শুরু থেকে ঈগল প্রতীকের সমর্থকদের ভয়ভীতি ও হুমকী দিচ্ছে নৌকার সমর্থকরা। ইতোমধ্যে ঈগল প্রতীকের কয়েকটি প্রচার কেন্দ্রে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ ও লুট করেছে নৌকার সমর্থকরা। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে ঈগলের সমর্থকদের ফাঁসানোর চক্রান্ত হচ্ছে। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি দেখলাম এবং সবার সাথে কথা বললাম। তারা অভিযোগ দিলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.