টাঙ্গাইলে মাথায় কাফনের কাপড় বেঁধে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা

মাথায় কাফনের কাপড় বেঁধে প্রচার চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী। ছবি: কালের কণ্ঠ

মাথায় কাফনের কাপড় বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন টাঙ্গাইলের গোপালপুরের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। তিনি ঈগল মার্কা পেয়েছেন। টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঝাওয়াইল বাজারে কাফনের কাপড় মাথায় বেঁধে কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন। ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু গোপালপুর উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান।

চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আওয়ামীলীগ থেকে নমিনেশন পাওয়া প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বী তিনি।
এ সময় ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম তালুকদার, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, যুবলীগের সভাপতি ফিরোজ সরকার, কৃষক লীগের সভাপতি হবিবুর রহমান প্রমুখসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু জানান, নির্বাচনী মাঠে নেতাকর্মী ও সমর্থকরা কাজ করতে পারছে না।
নৌকার সমর্থক ও কর্মীরা পোস্টার ছিঁড়ে ফেলছে, ভয়ভীতি দেখাচ্ছে ও অফিস ভেঙে ফেলছে। এ ছাড়া প্রচারণার কাজে বিভিন্ন সময়ে আক্রমণ করা হচ্ছে। এই আসনে ভোট রক্ষা করতে কাফনের কাপড় মাথায় বেঁধে নির্বাচনী প্রচারণায় নেমেছি। এতে আমার মৃত্যু হয় হবে, কাফনের কাপড় মাথায় নিয়েই আমরা প্রচারণা শুরু করলাম।
তিনি আরো বলেন, বিভিন্ন বাধা-বিপত্তির শিকার হয়ে জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিংসহ সংশ্লিষ্ট দপ্তরে বারবার অভিযোগ দিয়ে যাচ্ছি। প্রচারণার মাধ্যমে এই আসনে শান্তি রক্ষার লক্ষ্যে সব ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য আহ্বান জানাই।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.