নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে চক্রান্ত হচ্ছে

নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এখনো নানা ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াত ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না- সে কথাও বিশ্বাস করেন না তিনি। ৬ জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন শেখ হাসিনা। বলেন, পরাজয় হবে জেনেই নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি। এর আগে, সকালে গণভবনে ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের হামলার শিকার গণমাধ্যম কর্মীরা দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। এসময় হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আশ্বাস দেন তিনি।

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ৬ জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলাগুলো হলো-জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নরসিংদী চাঁদপুর ও বান্দরবন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসলেই মানুষের কল্যাণে কাজ আওয়ামী লীগ। পরাজয় হবে জেনেই নির্বাচন বানচালের চেস্টা করে বিএনপি।

নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত অংশ না নিলে, নির্বাচন অংশগ্রহনমূলক হবে তা বিশ্বাস করে না আওয়ামী লীগ। জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি যে কোন পরিস্থিতিতে নেতাকর্মীদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান শেখ হাসিনা। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.