২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান বয়স ৩৮। তবে তার জন্য বয়স যেন শুধুই সংখ্যা। কারণ এই বয়সেও ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। ৩৮ বছর বয়সে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেও পর্তুগিজ মহাতারকার পারফরম্যান্সে ভাটার টান লাগার কোনো লক্ষণ নেই। এই বয়সে ফিটনেস ধরে রেখে ফুটবল মাঠে দৌড়ানো প্রায় দুরূহ।

মঙ্গলবার সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে আল নাসরের ৫-২ ব্যবধানের জয়ে পেনালটি থেকে জোড়া গোল করে চূড়ায় উঠেছেন সিআর সেভেন। এ বছর ক্লাব ও দেশের হয়ে সর্বোচ্চ ৫৩ গোল এখন রোনালদোর। তিনি টপকে গেছেন বার্য়ান মিউনিখের হ্যারি কেইন ও পিএসজির কিলিয়ান এমবাপ্পেকে। দুজনের গোল ৫২টি করে। 

এছাড়া ম্যানসিটির আর্লিং হলান্ড করেছেন ৫০ গোল। আপাতত চোট নিয়ে মাঠের বাইরে হলান্ড। অন্যদিকে কেইন ও এমবাপ্পের এ বছর আর কোনো ম্যাচ নেই। রোনালদোর শীর্ষে থাকা তাই নিশ্চিত।  

এ ম্যাচ দিয়েই মরুর দেশটিতে পুনর্মিলন হয় এক সময়ের দুই সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার। তবে দুজনের ফের দেখা হওয়ার এই ঘটনা ছাপিয়ে গেছে পর্তুগীজ মহাতারকার মাইলফলক। পেনাল্টিতে রোনালদোর করা জোড়া গোলে ৫-২ গোলের বিশাল জয় পেয়েছে আল নাসের। একই সঙ্গে ২০২৩ সালে সবথেকে বেশি গোল করার রেকর্ড গড়েছেন রোনালদো।

এ বছর আল নাসেরের জার্সিতে আরও একবার মাঠে নামবেন রোনালদো। ফলে এ সংখ্যাটা আরও একটু বাড়িয়ে নেয়ার সুযোগ পাবেন তিনি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.