আসন্ন রমজানের আগে উপজেলা নির্বাচন শুরু হতে পারে

আসন্ন রমজানের আগে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান অশোক কুমার দেবনাথ। দেশে উপজেলা পরিষদ আছে ৪৯৫টি। সাধারণত সবকটি উপজেলায় একসঙ্গে নির্বাচন হয় না। কয়েকটি ধাপে ভাগ করে নির্বাচন করা হয়।

অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, তাঁরা এখন পর্যন্ত ৪৮৫টি উপজেলার তালিকা পেয়েছেন। আগে যেহেতু ধাপে ধাপে নির্বাচন হয়েছে এবারও ধাপে ধাপে নির্বাচন হতে পারে। কয় ধাপে উপজেলা নির্বাচন হবে সেটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে।

অশোক কুমার বলেন, সব বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। দেশে রোজার মধ্যে নির্বাচন হওয়ার নজির কম রয়েছে। কমিশন অনুমোদন দিলে প্রথম ধাপের নির্বাচন রোজার আগে, বাকিগুলো রোজার পরে হতে পারে। তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সে হিসেবে সব উপজেলাই নির্বাচনযোগ্য হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাঁরা এখনো কুমিল্লা সিটি করপোরেশনের বিষয়ে কোনো চিঠি পাননি। উপজেলার তালিকা পেয়েছেন। এই নির্বাচনের জন্য কমিশন সচিবালয় প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিলে উপজেলা পরিষদের তফসিল ঘোষণা হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.