নতুন মন্ত্রীদের শপথ সন্ধ্যায়, প্রস্তুত ১০ গাড়ি

সরকার গঠনের এক মাস ২০ দিনের মাথায় মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হচ্ছে যাচ্ছে; যাদের শপথ হতে যাচ্ছে শুক্রবার সন্ধ্যায়। 

বঙ্গভবনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, “শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”

নতুন কতজন সদস্য শপথ নেবেন সে বিষয়ে তিনি কিছু বলেননি।

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, “মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুক্রবার শপথ অনুষ্ঠানের জন্য আমাদেরকে ১০/১২টি গাড়ি সরবরাহ করতে বলা হয়েছে। আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েছি। এখন কতজন শপথ নেবেন সেটা কালকে বোঝা যাবে।“

নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ৭ জন আমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে। এরা হলেন: আব্দুল ওয়াদুদ (রাজশাহী ৫), শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৪), শামসুন্নাহার চাঁপা (সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য-টাঙ্গাইল), ওয়াশিকা আয়েশা খান (সংরক্ষিত নারী আসন, চট্টগ্রাম), নাহিদ ইজহার খান (সংরক্ষিত নারী আসন) ও ডা. রোকেয়া সুলতানা (সংরক্ষিত নারী আসন, জয়পুরহাট)।

এর মধ্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে নজরুল ইসলাম, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপা এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা দায়িত্ব পাচ্ছেন।

এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের ফোন করে বিষয়টি জানানো হয়েছে।

৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে তার নতুন সরকার সাজান ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে। ওই দিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন।

বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর বাইরে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.