সাংবাদিককে ‘গ্রেফতারের হুমকি’ দিলেন গোমস্তাপুর ইউএনও

চাঁপাইনবাবগঞ্জে শাহীন আলম নামে এক সংবাদকর্মীকে পুলিশ দিয়ে গ্রেফতার করার হুমকি দিয়েছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকতা নিশাত আনজুম অনন্যা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শহীদ মিনারে সরকারি কর্মকর্তাদের জুয়া পায়ে ওঠার সংবাদ প্রকাশ করায় বেজায় চটেছেন তিনি।

আজ রবিবার (৩ মার্চ) গোমস্তাপুরে সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আগামী ৭ ও ২৬ মার্চ দিবসের প্রস্তুতি সভায় প্রকাশ্যে এ হুমকি প্রদান করেন তিনি। আর এ নিয়ে জেলা ও উপজেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকতার্ রাইসুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরীসহ সরকারি—বেসরকারি বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা-কর্মচারি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি শাহীন আলম অভিযোগ করে বলেন, ‘আজকে সকালে উপজেলা সম্মেলন কক্ষে ৭ মার্চ ও ২৬ মার্চ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা চলছিল। সেই প্রস্তুতি সভায় আমিসহ উপজেলার সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

গত ২১ ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ‘শহীদ মিনারের সিঁড়িতে জুতা পায়ে এসিল্যান্ড, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা অফিসার’ শিরোনামে সময় টিভি অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। আর জুতা পায়ে শহীদ মিনারে ওঠার সেই ছবি ও ভিডিও ধারণ করি আমি। আর এর জেরে আমার নাম ধরে ইউএনও নিশাত আনজুম অনন্যা পরবর্তীতে এমন সংবাদ প্রকাশ করা হলে পুলিশ দিয়ে গ্রেফতার করার হুমকি দেন। সব তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা নিউজ করেছি। কিন্তু প্রকাশ্যে নির্বাহী কর্মকতার এ ধরনের হুমকি কাম্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবিও জানাচ্ছি প্রশাসনের কাছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.