গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান কমলা হ্যারিসের

গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা বলেছেন, ‘গাজার পরিস্থিতি ভয়াবহ। এই অবস্থায় অন্তত ছয় সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করা দরকার। এই বিষয়টি নিয়েই আপাতত আলোচনা চলছে।’

রবিবার আলাবামার এডমন্ড পেটাস ব্রিজের সামনে একটি বক্তৃতায় এসব কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

হ্যারিস বলেন, গাজায় যাতে আরো মানবিক সাহায্য ঢোকে তার ব্যবস্থা করা। কোনো অজুহাত দেয়া চলবে না। বস্তুত, মিশরে কাতার ও মিশরের প্রতিনিধিদের সঙ্গে হামাসের প্রতিনিধিরাও সেই আলোচনায় যোগ দিয়েছেন। রমজান শুরু হওয়ার আগে যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এই আলোচনায় ইসরায়েলের প্রতিনিধিরা যোগ দেননি। হামাসের সঙ্গে আলোচনার পর সেই খসড়া ইসরায়েলের প্রতিনিধিদের পাঠানো হবে।

ইসরায়েল দুইটি বিষয় জানতে চেয়েছে। এখনো যে ১০০ জন পণবন্দি হামাসের হাতে বন্দি, তাদের মধ্যে কতজন বেঁচে আছেন। দ্বিতীয়ত, ইসরায়েল জানতে চায়, ওই পণবন্দিদের মুক্তির বিনিময়ে কতজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে?

এদিকে কমলা হ্যারিস বলেছেন, হামাস যুদ্ধবিরতি চাইছে। তাদের জন্য খসড়া প্রস্তাব টেবিলে রাখা আছে। তারা তা মেনে নিলেই যুদ্ধবিরতি ঘোষণা করা সম্ভব হবে।

ইসরায়েলের বাম মনোভাবাপন্ন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ অ্যামেরিকায় পৌঁছেছেন। রোববার তিনি বৈঠক করেছেন অ্যামেরিকান-ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটির প্রতিনিধিদের সঙ্গে। সোমবার তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও বৈঠক করার কথা। বস্তুত, তিনি আলোচনায় বসতে পারেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও।

গত সপ্তাহে গাজার দক্ষিণে ত্রাণের অপেক্ষায় থাকা শরণার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় তেল আবিব। এতে নিহত হন ১১২ বেসামরিক ফিলিস্তিনি। এ ঘটনার পরপরই যুদ্ধবিরতি কার্যকরের  আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশগুলো। 

কমলা হ্যারিসের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েল গাজায় যা করছে তার জন্য কড়া ভাষায় তিরস্কার করেছেন। তবে মৌখিক তিরস্কার করলেও দেশটিতে সাহায্য দেওয়া অব্যাহত রেখেছে দেশটি। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.