মাটি খুঁড়ে মিলল মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা মর্টারশেল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চানপুর গ্রামের আবু মিয়া নামে এক কৃষকের বাড়ির পাশের টিলা কেটে সমান করার সময় সোনালি আকারের ধাতব বস্তু পাওয়া গেছে। মূল্যবান জিনিস ভেবে ওই কৃষক সেটিকে পাশের ডোবায় ফেলে রাখেন।

পরে স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বিষয়টি জানতে পরে ঘটনাস্থলে যান। তিনি পুলিশকে খবর দেন। শনিবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত মর্টারশেলটি চিহ্নিত করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশ থেকে আবু তাহের মিয়া মাটি কাটার কাজ করছিলেন। এ সময় ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ের এ পরিত্যক্ত মর্টারশেল দেখতে পায়। পরে জানাজানি হলে আখাউড়া থানা পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিরাপত্তা বাহিনীর মাইন বিশেষজ্ঞ দলের সদস্যরা উক্ত শেলটি পরীক্ষা করবেন।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং সেগুলো অবিস্ফোরিত মর্টার শেল বলে নিশ্চিত হয়ে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেলগুলো মাটি চাপা দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা সেনাবাহিনীর মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করবো।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.