ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর মাধ্যমে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে।

মঙ্গলবার বিকেলে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে লাল-সবুজের এই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

ম্যাচের প্রথমার্ধে আলফি আক্তারের গোলে লিড পায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ করে ভারত। ৫০ মিনিটে তাদের একটি আক্রমণ পোস্টে লাগে। চার মিনিট পর বক্সের ডান প্রান্তের কোণা থেকে ভারতের ফরোয়ার্ড আনুষ্কা কুমারীর শট বাংলাদেশের জালে জড়ায়।

৮০ মিনিটে প্রীতি বিপক্ষের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে দুরন্ত গতিতে বক্সে প্রবেশ করে অসাধারণভাবে প্লেসিংয়ে গোল করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাস জটলার মধ্যে আরেকটি গোল করলে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

আগামী শুক্রবার ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টানা দুই হারে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। অন্য ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নেপাল। এই ম্যাচে ঠিক হবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.