মাস্ককে হটিয়ে পুনরায় বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস

ইলন মাস্ককে ছাড়িয়ে আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ২০২১ সালের পতনের পর প্রথমবারের মতো ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের শীর্ষে উঠে এসেছেন বেজোস। মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানায়।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সোমবার, বেজোসের মোট সম্পদ ছিল ২০০ বিলিয়ন ডলার। অন্যদিকে, মাস্কের ব্যক্তিগত সম্পদ ছিল ১৯৮ বিলিয়ন।

বেজোস তার বেশিরভাগ সম্পদ ই-কমার্স জায়ান্ট অ্যামাজন থেকে সংগ্রহ করেছেন। ১৯৯৪ সালে, বেজোস সিয়াটল এলাকার একটি গ্যারেজ থেকে শুরু করেছিলেন অ্যামাজন। 

শীর্ষ দশ ধনীর নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে ১১তম স্থানে রয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। একইসঙ্গেৎ এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিও তিনি। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলার।

ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি রয়েছেন ১৬ তম স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ৭৯ দশমিক ২ বিলিয়ন ডলার।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.