এবার হবিগঞ্জে খতনায় ভুল, সংকটে শিশুর জীবন

হবিগঞ্জের নবীগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে খতনার সময় অতিরিক্ত মাংস কেটে ফেলায় তামিম নামে এক শিশু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় কেয়ার ডায়াগনস্টিক সার্ভিসেস নামে অনুমোদনহীন এ হাসপাতালে ভুল অপারেশনের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে শিশু তামিমের এমন সংকটাপন্ন অবস্থা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরে রাতে এ ঘটনায় শিশুটির চাচা হারুন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শিশুটির স্বজনরা জানান, বুধবার (৬ মার্চ) বিকেলে ১২ বছর বয়সী ছেলে তোফায়েল আহমদ তামিমকে খৎনা করাতে কেয়ার মেডিকেল সার্ভিসেস ক্লিনিকে যান নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার উত্তর ফরিদপুর গ্রামের আব্দুস শহিদের স্ত্রী রোকসানা পারভীন। খৎনা করেন ক্লিনিকের চিকিৎসক জাহিরুল ইসলাম জয়। খৎনার সময় পুরুষাঙ্গের অতিরিক্ত মাংস কেটে ফেলায় কিছুক্ষণ পর মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়। কয়েক দফায় চেষ্ঠার পরও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় অবস্থা বেগতিক দেখে তামিমকে গুরুতর আহত অবস্থায় সিলেটে পাঠানো হয়।পরে এ ব্যাপারে তামিমের স্বজনরা হাসপাতালে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে কর্তৃপক্ষ।

তবে, হাসপাতাল মালিক সোহুল আমিন জানান, রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় দ্রুত রোগীকে সিলেট পাঠানো হয়েছে। আর দুর্ব্যবহার নয়, মুঠোফোনে ভিডিও ধারণকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়েছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.