রমজান মাসে মসজিদের ভেতর ইফতার নিষিদ্ধ করলো সৌদি আরব

রমজানে মসজিদের মধ্যে ইফতার নিষিদ্ধ করেছে সৌদি আরব। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দেশটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সপ্তাহে ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইমাম ও মুয়াজ্জিনদের মসজিদের আঙ্গিনায় ইফতারের জন্য উপযুক্ত জায়গা খুঁজে নেওয়া উচিত। তবে এর জন্য কোনো অস্থায়ী কক্ষ বা তাঁবু তৈরি করা উচিত নয়।’

মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের উচিত নয় রোজাদারদের ইফতার প্রকল্পের জন্য আর্থিক অনুদান সংগ্রহ করা।

এছাড়াও পবিত্র রমজান মাসে মসজিদের ভেতর কোনো ধরনের ক্যামেরা ব্যবহার বা ছবি না তোলার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে মসজিদের ভেতর ক্যামেরা স্থাপন করে অনলাইনসহ কোনো ধরনের মিডিয়ায় তা সরাসরি সম্প্রচার করা যাবে না।

আগামী ১০ মার্চ রাতে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে। তবে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ওইদিন চাঁদ দেখার সম্ভাবনা নেই। ১১ মার্চ চাঁদ দেখা যাবে এবং ১২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.