রাত পোহালেই ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে ভোট

রাত পোহালেই ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নগরীর সার্কিট হাউস মাঠে ৭টি বুথ থেকে ইভিএম বিতরণ কার্যক্রম সম্পন্ন করে আঞ্চলিক নির্বাচন অফিস।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী নিউজবাংলাকে জানান, নির্বাচনে ১২৮টি কেন্দ্রের ৯৯০টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে ভোট। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭টিম র‌্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে চারজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবেন ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘কেন্দ্রগুলোকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চেষ্টা করলে তাৎক্ষণিক কঠোরভাবে দমন করা হবে।’

ময়মনসিংহ সিটির দ্বিতীয় এই নির্বাচনে মেয়র পদে ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি), এহতেশামুল আলম (ঘোড়া) ও অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু (হাতি) ছাড়াও এই পদে লড়ছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙ্গল)।

এদিকে, ইভিএমসহ ভোটের সরঞ্জাম বুঝে নিতে সকালেই কুমিল্লা জেলা স্কুল মাঠে উপস্থিত হন প্রিজাইডিং কর্মকর্তারা। কুমিল্লা সিটির এ উপনির্বাচনে ভোট কেন্দ্র ১০৫টি। মেয়র পদে লড়ছেন ৪ জন। ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোটগ্রহণ সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.