পটুয়াখালী পৌর নির্বাচনে পুনরায় জয় পেলেন মহিউদ্দিন

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মহিউদ্দিন আহমেদ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

মহিউদ্দিন আহমেদ পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট। নির্বাচনে মোট ভোট পড়েছে ৬২.০৭ শতাংশ।
 
শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে উৎসবমুখর পরিবেশে শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পটুয়াখালীর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়।

পটুয়াখালী পৌরসভার এ নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বর্তমান মেয়র জগ মার্কা প্রতীক নিয়ে ২০ হাজার ৭১৮ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. শফিকুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.