২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৩১৯ জন

পুলিশের বিশেষ অভিযান

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে গতকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চার দিনে গ্রেপ্তার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৯৫।

যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। ওদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ঢাকার ২৫৫ জন।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্রের দায়িত্বে থাকা সহকারী মহাপরিদর্শক (এআইজি) মনজুর রহমান বলেন, বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫টি মামলা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র, ককটেল ও মাদক উদ্ধার করা হয়েছে।

পুলিশের বিশেষ অভিযান শুরু হয় গত বৃহস্পতিবার। পুলিশ বলছে, ঢাকায় পুলিশের হেফাজত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এবং মহান বিজয় দিবস, খ্রিষ্টানদের বড়দিন ও খ্রিষ্টীয় বর্ষবরণ (থার্টি ফার্স্ট নাইট) উদ্‌যাপন নিরাপদ–নির্বিঘ্ন করতে চলমান অভিযানের পাশাপাশি ১ থেকে ১৫ ডিসেম্বর সারা দেশে বিশেষ অভিযান চলবে।

অবশ্য বিএনপির দাবি, ১০ ডিসেম্বর দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে পুলিশ বিশেষ অভিযানের নামে তাদের নেতা–কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। দলটি গতকাল দাবি করেছে, রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ২৪ ঘণ্টায় দলের অন্তত ২৮৪ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, হামলা, মামলা ও গ্রেপ্তার করে জনগণের আন্দোলন দমানো যাবে না।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.