সোনারগাঁয়ে ভোট গণনাকে কেন্দ্র করে যুবক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় নির্বাচনী সহিংসতায় হৃদয় ভূঁইয়া (২৪) নামের একজনের মৃত্যু হয়েছে। এসময় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে আটজন। 

শনিবার বিকেলে দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে নির্বাচনী ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ভূঁইয়া দুধঘাটা গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে। তিনি কায়সার আহম্মেদ রাজু নামের এক প্রার্থীর সমর্থক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবুর রহমান মারা যাওয়ার পর শূন্য হওয়া সদস্য পদে শনিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে গণনাকে কেন্দ্র করে প্রার্থী আজিজ সরকারের নেতৃত্বে তার লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কায়সার আহাম্মেদ রাজুর সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় কায়সার আহাম্মেদ রাজুর সমর্থক হৃদয় ভুইয়া (২৪) গুলিবিদ্ধ হন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছে। এসময় পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে পুলিশসহ ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.