পদ্মায় দুই স্পিডবোটের মধ্যে সংঘর্ষে যুবকের মৃত্যু, ম্যাজিস্ট্রেট আহত ১০

শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন মোক্তার নামে এক যাত্রী। এছাড়া তিন জন ম্যাজিস্ট্রেটসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। আহত ম্যাজিস্ট্রেটরা সবাই কাঁচিকাটা ইউপি নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফিরছিলেন।

শনিবার (৯ মার্চ) রাতে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের পদ্মা নদীর দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার মো. বাচ্চুর ছেলে।

আহতদের মধ্যে তিন ম্যাজিস্ট্রেটসহ ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) বাসিত সাত্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, ফরমস, স্টেশনারি ও প্রবাসী কল্যাণ শাখা) আব্দুলাহ আল মামুন, ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিম, অফিস সহায়ক জুয়েল পাল, হুমায়ূন কবির ও দুর্ঘটনা কবলিত একটি স্পিডবোটের সহকারী মো. সাইফুল। এদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজামউদ্দিন আহাম্মেদ জানান, ‘জাজিরা উপজেলার বড়কান্দি এবং ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের কর্মচারীরা কাচিকাটার উত্তরপাড় থেকে দক্ষিণপাড় আসছিলেন। এ সময় দক্ষিণপাড় থেকে উল্টো পথে একটি স্পিডবোট এসে আমাদের কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী স্পিডবোটে ধাক্কা দেয়।’

তিনি আরো বলেন, ‘এই মুখোমুখি সংঘর্ষে আমাদের স্পিডবোটে তিনজন ম্যাজিস্ট্রেটসহ নয়জন আহত হয়েছেন এবং অপর স্পিডবোটের একজন নিহত ও একজন আহত হয়েছেন।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.