সৌদির সঙ্গে মিল রেখে যেসব এলাকায় রোজা আজ

চাঁদ দেখা যাওয়ায় আজ সোমবার থেকে সৌদি আরবে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। প্রতি বছরের ন্যায় এবারও সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুর, নোয়াখালী ও ফরিদপুরের বিভিন্ন গ্রামসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় শুরু হচ্ছে রোজা। রোববার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন এসব গ্রামের বাসিন্দারা।

এর মধ্যে চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে থেকে রোজা শুরু হবে আজ। জনশ্রুতি আছে, প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখাসহ দুই ঈদ পালনের নিয়ম চালু করেন সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রা:)। এই নিয়ম ধরে রেখেছেন তার অনুসারীরা।

চাঁদপুর জেলার প্রায় অর্ধশতাধিক গ্রাম ছাড়াও নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চারটি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখেন। এ বছরও তাই করবেন তারা। রোববার রাতে দুই উপজেলার ৯টি মসজিদে একযোগে পবিত্র রমজান উপলক্ষে তারাবির নামাজ অনুষ্ঠানের খবর পাওয়া গেছে। গ্রামগুলো হলো- নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম।

ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১৩ গ্রামের তিন সহস্রাধিক বাসিন্দা আজ থেকে রোজা শুরু করবেন। এসব গ্রামের মুসল্লিরাও গতকাল প্রথম তারাবির নামাজ আদায় করেন। গ্রামগুলোর মধ্যে আছে শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, মাইটকুমড়া, ভুলবাড়িয়া, রাখালতলী, বারাংকুলা, দড়ি সহস্রাইল এবং আলফাডাঙ্গা উপজেলার ইছাপাশা ও শুকুরহাটা।

সংযুক্ত আরব আমিরাতেও আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। একই দিন রোজা পালন বা সিয়াম সাধনা শুরু করেছেন তুরস্ক ও কাতারের মুসলমানরা।

অস্ট্রেলিয়া, ওমান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ব্রুনেইয়ে রমজান মাস শুরু হবে মঙ্গলবার। রবিবার দেশগুলোর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.