কোন ক্যাটাগরিতে কারা জিতলেন অস্কার?

ঘোষণা হয়েছে এবারের অস্কার বিজয়ীদের নাম। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এবার ২৩টি শাখায় সর্বমোট ২৫ বিজয়ীর নাম ঘোষণা করেছে অস্কার কর্তৃপক্ষ।

২০২৩ সালে সিনেমা জগতের সেরা কাজগুলো স্বীকৃতি দেয়া হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। সংস্থাটির প্রায় ১১ হাজার ভোটার নির্বাচন করেছেন বিজয়ীদের নাম। ৯৬তম অস্কারে সর্বমোট ২৩টি শাখায় পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

চলুন দেখে নেওয়া যাক কে কে কোন কোন ক্যাটাগরিতে জিতলেন পুরস্কার? খবর বিবিসি।

সেরা চলচ্চিত্র: ওপেনহাইমার

সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা অভিনেত্রী:এমা স্টোন (পুয়োর থিংস)

সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেত্রী: ডেভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

সেরা চলচ্চিত্র পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি)

সেরা চিত্রগ্রহণ: ওপেনহাইমার (হয়তে ফন হয়তেমা)

সেরা পোশাক পরিকল্পনা: পুয়োর থিংস (হলি ওয়াডিংটন)

সেরা প্রামাণ্যচিত্র: টোয়েন্টি ডেজ ইন মারিউপোল (মিস্তিস্লাভ চেরনোভ, ইউক্রেন)

দুনিয়ার সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কার অনুষ্ঠানটি এবার সঞ্চালনা করেন জিমি কিমেল।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.