ইসরায়েলি অভিযানে হামাসের ‘১৩ হাজার’ যোদ্ধার মৃত্যু

টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার এই আগ্রাসনে ৩১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এমন দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামাসসহ সহযোগী স্বাধীনতাকামী সংগঠনগুলোর সদস্যদের সন্ত্রাসী বলে আখ্যা দেন তিনি। রাফায় হামলা জোরদারের হুঁশিয়ারিও দেন। উপত্যকার প্রায় ১৪ লাখ বাস্তুচ্যুত মানুষ ঠাঁই নিয়েছে দক্ষিণাঞ্চলীয় শহরটিতে।

রোববার (১০ মার্চ) জার্মানির এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু।

তিনি বলেন, আমরা বিজয়ের খুব কাছাকাছি, পৌঁছে গেছি। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আমরা রাফাহ’র বাকি হামাস যোদ্ধাদের নির্মূল করতে সক্ষম হবো।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭২ হাজারেরও বেশি মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং হামাস যোদ্ধাদের সংখ্যা আলাদা করে উল্লেখ করেনি। তবে তারা বলেছে, নিহতদের মধ্যে ৭২ শতাংশই নারী ও শিশু।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.