জলদস্যুদের কবলে থাকা ২৩ নাবিকের খোঁজখবর রাখছে বিএমএমওএ

ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ বহরে থাকা ২৩ বাংলাদেশি নাবিকের বিষয়ে খোঁজখবর রাখছে মেরিন অফিসার্সদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার দুপুরে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে কবির গ্রুপের কর্মকর্তারা। এর সত্যতা নিশ্চিত করে এসআর শিপিংয়ের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বলেন, কবির গ্রুপের মালিকানাধীন জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজে মোট ২৩ জন নাবিক ছিল। তারা সবাই নিরাপদে আছেন।’

কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি নৌপথে পণ্য পরিবহন করে। এ জাহাজের ক্যাপ্টেনের নাম আবদুর রশিদ।

অনুমান করা হচ্ছে যে, জাহাজটি সোমালি জলদস্যু দ্বারা আক্রান্ত হয়েছে এবং জাহাজটিকে সোমালিয়া বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত জলদস্যুদের পক্ষ থেকে জাহাজ মালিকের সঙ্গে কোনও প্রকারের যোগাযোগ করা হয়নি অথবা কোনও দাবি-দাওয়া জানানো হয়নি। এসব ক্ষেত্রে সাধারণত জলদস্যুরা জাহাজকে বন্দরের নিকটবর্তী নিয়ে যায় তারপর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে দাবি-দাওয়া জানায়।

বিজ্ঞপতিতে আরও বলা হয়, আমরা সার্বক্ষণিক জাহাজ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশি নাবিকদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বদা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।

এর আগে, ২০১০ সালেও একই কোম্পানির মালিকানাধীন বাংলাদেশি জাহাজ ‘এমভি জাহান মণি’ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। মালিকপক্ষের উদ্যোগে তিন মাস পর ২৬ নাবিকসহ জাহাজটি মুক্ত হয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.