বাসভাড়া কমলো ৩ পয়সা

ডিজেলের দাম কমার পর ডিজেলচালিত বাস ও মিনি বাসের পরিচালন ব্যয় বিশ্লেষণ করে কিলোমিটার প্রতি তিন পয়সা ভাড়া কমিয়েছে সরকার।

সোমবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মঙ্গলবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া দুই টাকা ১৫ পয়সা থেকে কমে দুই টাকা ১২ পয়সা হবে ।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অভ্যন্তরীণ রুটের বাসের ভাড়া দুই টাকা ৪৫ পয়সা থেকে কমে হবে দুই টাকা ৪২ পয়সা। এই দুই শহরের বাসের সর্বনিম্ন ভাড়া হবে ১০ টাকা। মিনিবাসে কিলোমিটারে ভাড়া হবে দুই টাকা ৩২ পয়সা। মিনিবাসে সর্বনিম্ন ভাড়া হবে আট টাকা।

২০২১ সালের নভেম্বরে এবং পরের বছরের আগস্টে ডিজেলের দাম বাড়ে। এতে ঢাকা ও চট্টগ্রাম শহরের অভ্যন্তরীণ রুটের বাসের ভাড়া কিলোমিটারে দুই দফায় ৮০ পয়সা বেড়েছিলো। দূরপাল্লার বাসের ভাড়া বেড়েছিলো ৭৮ পয়সা।

২০২২ সালের আগস্টে ডিজেলের দাম লিটারে পাঁচ টাকা কমলে প্রতি কিলোমিটারে বাসের ভাড়া কমে পাঁচ পয়সা। এর আগে ডিজেলের দাম কমায় ২০১৬ সালে প্রতি কিলোমিটারে তিন পয়সা ভাড়া কমিয়েছিলো সরকার।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া নির্ধা‌রণ ক‌মি‌টির সভা হয়। সভায় কিলোমিটারে তিন পয়সা বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়।

আরও বলা হয়, বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বাস বা মিনিবাসের আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হলে অনুচ্ছেদ-ক অনুযায়ী নির্ধারিত ভাড়া আনুপাতিকভাবে পুনঃনির্ধারিত করতে হবে। সেক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ)/যাত্রী ও পণ্য পরিবহন কমিটি থেকে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।

এ ভাড়ার হার গ্যাস চালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত ইতোপূর্বে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ এতদ্বারা রহিত করা হলো। এ ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে টাঙ্গিয়ে রাখতে হবে।

আগামীকাল ২ এপ্রিল থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.