ডেমরায় বাসে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠন

রাজধানীর ডেমরায় ধার্মিকপাড়া এলাকায় রহস্যময় আগুনে লন্ডন এক্সপ্রেস নামের একটি পরিবহন কোম্পানির ১৪টি বিলাসবহুল পুড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনকে। তদন্ত কমিটির সদস্য সচিব ডিএডি মো. শামসুজ্জোহা এবং সদস্য ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণি।

১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে গ্যারেজে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসগুলোতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হলেও ইতোমধ্যে পুড়ে যায় সবগুলো বাস।

রাত সাড়ে আটটায় সবাই যখন তারাবির নামাজে ব্যস্ত, তখন প্রায় অন্ধকার ওই গ্যারেজে জ্বলে ওঠে আগুন। এক বা একাধিক বাসে আগুন দেখ থমকে দাঁড়ায় পথচারীরা। কিন্তু সেসময় গ্যারেজ ছিলো ফাঁকা।

জরুরী পরিষেবা নম্বরে ফোন পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে গেছে বিলাসবহুল এসি বাসগুলো।

ফায়ার সার্ভিস ঢাকা দক্ষিণের উপ-সহকারী পরিচালক এ.কে.এম শামসুজ্জোহা জানান, আগুন লাগে গ্যারেজের পেছন দিক থেকে। বাতাসের কারণে এক গাড়ি থেকে আরেক গাড়িতে দ্রুত আগুন ছড়ায়।

ফায়ার সার্ভিসের সাথে সাথে ঘটনাস্থলে আসে র‍্যাব ও পুলিশ। র‍্যাব-১০’র পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ জানান, পুরো গ্যারেজের দায়িত্বে ছিলো দুইজন নিরাপত্তা প্রহরী। কিন্তু তারা ঘটনাস্থলে ছিলেন না। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, পুলিশও আগুনে বাস পুড়ে যাওয়ার বিষয়টি তদন্ত করছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে ডেকে আনা হয়েছে। তারা আলামত সংগ্রহ করেছেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.