নড়াইলে ধানখেতে বিমানের জরুরি অবতরণ

নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের তারাশি এলাকায় ধানখেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। যান্ত্রিক ক্রটির কারণে বুধবার দুপুর ২টা ৪১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন। তাদের যশোর বিমানঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে।

প্রশিক্ষণ বিমানটির একটি অংশ ধানখেতে এবং অপর অংশ চাষযোগ্য জমিতে পড়ে রয়েছে। বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নড়াইল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। স্কোয়াড্রন লিডার মাহফুজ ও নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে ছিলেন। বিমানে কী ধরণের ক্রটি হয়েছিল সেটি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিমান বাহিনীর একটি পিটি-৬ প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ক্রটির কারণে নড়াইলে জরুরি অবতরণ করেছে। বিমানের দুজন পাইলট সুস্থ আছেন।

নড়াইল সদর থানার ওসি-তদন্ত সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ দিকে মাঠে বিমান পড়েছে সংবাদ শুনে আশপাশের গ্রাম থেকে উৎসুক জনতা বিমান দেখতে আসছে। এ সময় নিরাপত্তা কর্মীদের তাদের নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে দেখা যায়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.