কুমিল্লায় তীব্র গরমে শ্রেণিকক্ষেই অসুস্থ ৭ স্কুল শিক্ষার্থী

তীব্র গরমে পাঠদান চলাকালে শ্রেণিকক্ষেই অসুস্থ হয়ে পড়ে এক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী। সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লার মুরাদনগর উপজেলার আলীরচর তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মুরাদনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে তিনি জানান, সোমবার সকাল ১০টার দিকে যথারীতি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় ঘণ্টা চলার সময় গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় সামিয়া আক্তার নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ও ফাহিমা আক্তার নামের এক শিক্ষার্থীসহ তিনজন গরমে অসুস্থ হয়ে পড়ে। তারা হাঁসফাঁস করতে থাকলে শিক্ষকদের কক্ষে নিয়ে মাথায় পানি দেওয়া হয়। এ সময় অজ্ঞান হয়ে পড়ে আরও দুজন শিক্ষার্থী। পরে অভিভাবকদের খবর দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন শিক্ষকরা। তৃতীয় ঘণ্টা চলার সময় শ্রেণিকক্ষে অজ্ঞান হয়ে পড়ে অষ্টম ও নবম শ্রেণির আরও দুজন শিক্ষার্থী। ওই বিদ্যালয়ের মোট সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়। তাদের মধ্যে জ্ঞান হারায় চারজন। বাকি তিনজন দুর্বল হয়ে হাঁসফাঁস করতে থাকলে অভিভাবকদের খবর দিয়ে তাদের বাড়ি পাঠানো হয়।

এ বিষয়ে তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার বলেন, ক্লাস চলাকালীন কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অভিভাবককে খবর দিয়ে বাড়িতে পাঠিয়ে দিই। মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করে তৃতীয় ঘণ্টার পর স্কুল ছুটি দিয়েছি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ বলেন, তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে জেনেছি। ছাত্রীদেরকে ছুটি দিয়ে দেওয়ার জন্য বলেছি। এছাড়া আর কোথাও কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাইনি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.