বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শিল্পী আক্তার (২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী গিয়াস উদ্দিন (২৮) পলাতক রয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামে স্বামীর ঘরে এ ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার টনকি ইউনিয়নের রুক্কু মিয়ার মেয়ে।

নিহতের মা সুরাইয়া বেগম বলেন, ১০ মাস আগে পারিবারিকভাবে গিয়াস উদ্দিনের সঙ্গে শিল্পীর বিয়ে হয়। সে চার মাসের গর্ভবতী। বিয়ের পর প্রায় সময় বিভিন্ন অজুহাতে মারধর করতো স্বামী। কিন্তু মূল বিষয় ছিল, বাপের বাড়ি থেকে তাকে টাকা এনে দেওয়া। আমি যদি জানতাম এই ডাকাত আমার মেয়েকে গলা কেটে হত্যা করবে তাইলে আমার কলিজার টুকরাকে তার সংসারে দিতাম না।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে শিল্পীকে গলা কেটে হত্যা করেন গিয়াস। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় শিল্পীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। ঘাতক স্বামী পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.