‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ

যশোরে আজ দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে যশোরে অর্ধশতাধিক গাছ কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর শহরের বেজপাড়ার তালতলা কবরস্থানের এসব গাছ কেটে ফেলা হয়।

এদিকে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা। তবে কবরস্থান ব্যবস্থা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন, হেলে পড়া ও অপরিকল্পিত কিছু গাছ কবরস্থানের উন্নয়নের জন্য কাটা হয়েছে। কিন্তু গাছের সংখ্যা তারা জানাননি।

স্থানীয়রা জানান, তালতলা কবরস্থানে শতাধিক গাছ রয়েছে। এর মধ্যে শিশু, দেবদারু, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। অথচ এসব গাছ স্থানীয়ভাবে তাপপ্রবাহ থেকে রক্ষা করত।

ভৈরব নদ রক্ষা আন্দোলন কমিটির অন্যতম নেতা ও তালতলা এলাকার বাসিন্দা জিল্লুর রহমান ভিটু বলেন, যখন অতি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে ‘দেশ বাঁচাও, গাছ লাগাও’ আন্দোলন চলছে, তখন উন্নয়নের নামে বেজপাড়া তালতলা কবরস্থানের নির্বিচারে গাছ নিধন করা হচ্ছে। সচেতন নাগরিক হিসেবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে বেজপাড়ার তালতলা কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মানু এলাহী বলেন, ‘আগে ও এখন হেলে পড়া ও অপরিকল্পিত কিছু গাছ কাটা হয়েছে। সংখ্যা এখন বলতে পারছি না। ১ লাখ ৭০ হাজার টাকার মতো গাছ কাটা হয়েছে।’

কবরস্থানের কিছু স্থানে গর্ত আছে, মাটিভরাটসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য কিছু গাছ কাটা হয়েছে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফজালুল করিম রানু।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.