বাংলাদেশিদের জন্য ভ্রমণ কর কমিয়েছে ভুটান

বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ কর কমিয়ে ১৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে ভুটান। দেশটির পর্যটন বিভাগ এ তথ্য জানায়। গত রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। 

নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে বাংলাদেশি পর্যটকদের দেশটি ভ্রমণের ক্ষেত্রে শুধুমাত্র টেকসই উন্নয়ন ফি হিসেবে ১৫ মার্কিন ডলার প্রদান করতে হবে। দেশটি ভ্রমনে যাওয়া ভারতীয় পর্যটকরাও একই সুবিধা পান। 

নতুন নীতিমালার আওতায় প্রতি বছর ১৫ হাজার বাংলাদেশি পর্যটক ভুটান ভ্রমণ করতে পারবেন বছরে ১৫ মার্কিন ডলার ভ্রমণ কর দিয়ে। 

বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে জানিয়ে ভুটানের পর্যটন বিভাগ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সম্পর্ক আরও সুসংহত হয়েছে। নতুন ভিসা নীতি গত ২ জুন থেকে কার্যকর হয়েছে।
 

এর আগে দক্ষিণ এশিয়ার পর্যটকদের জন্য টেকসই উন্নয়ন ফি ছিল ২০০ ডলার।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.