ঈদের আগেই নতুন ঘর পাচ্ছেন সাড়ে ১৮ হাজার পরিবার

সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নতুন করে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে আরও ১৮ হাজার ৫৬৬ গৃহহীন পরিবার। প্রত্যেকে সেমিপাকা ঘরের সাথে পাচ্ছে ২ শতক জমি।

মঙ্গলবার (১১ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে নতুন করে সম্পূর্ণ গৃহহীন মুক্ত হবে আরো ৭০টি উপজেলা।

মাস ছয়েক আগেও যার চালচুলো কিছুই ছিল না, সেই রুহুল আমিন আশ্রয়ণ প্রকল্পের কল্যাণে বরাদ্দ পেয়েছেন পাকাঘর, হয়েছেন জমির মালিক। ঘরের পাশের পতিত জমিতে এখন স্বপ্ন বুনছেন তিনি।

খুব বেশি ভিন্ন নয় মনোয়ারা বেগমের জীবনের গল্পও। কিছুদিন আগেও ৫ সদস্যের পরিবার নিয়ে থাকতেন অন্যের আঙ্গিনায়। ঝড়বৃষ্টিতে ছিলনা দুর্ভোগের শেষ, এখন সেসব অতীত। বাড়ি ও জমির মালিক হয়েছেন মনোয়ারা বেগম। সেলাইমেশিন হাতে স্বামীর পাশাপাশি নিজেও ধরেছেন সংসারের হাল।

মনোয়ারা বেগমের মতো এমন কষ্টের অতীত রয়েছে আশ্রয়ণ প্রকল্পের প্রায় প্রতিটি ঘরে। যারা এখন স্বপ্ন বুনছেন নতুন ভোরের। গরু-ছাগল, হাঁস-মুরগি পালনের পাশাপাশি নিজেদের জমিতে চাষাবাদ করে হচ্ছেন স্বাবলম্বী।

মঙ্গলবার আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ৫ম পর্যায়ের ২য় ধাপে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় ৮০০ ৭৫টি ভূমিহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে লালমনিরহাট জেলায় আর কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.