মেট্রোরেল নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

দেশের সব বিভাগীয় শহরে মেট্রোরেল চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

এ সময় শেখ হাসিনা আরও বলেন, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নেওয়ার মতো সক্ষমতা সরকারের আছে। চ্যালেঞ্জ নিয়েছি বলেই সম্ভব হয়েছে। আমাদের ইচ্ছাটা কী? দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। সেজন্যই তো উন্নয়নটা হয়। আমাদের উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সে লক্ষ্যেই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট দিয়েছি। এখানে কমানোর কিছু নেই।’

২০৩০ সালের পর দেশে কোনো অতিদরিদ্র থাকবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। 

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলছে, যাতে প্রতিদিন প্রায় ২ লাখ ৪০ হাজার যাত্রী যাতায়াত করছে। বিশেষ করে মেয়েদের জন্য মেট্রোরেল একটি নিরাপদ যান হিসেবে পরিগণিত হয়েছে। মেট্রোরেল চালু হওয়ার পর ঢাকার যানজট অনেকাংশে কমেছে।

তিনি বলেন, ‘রাজধানীর যানজট সহনশীল করার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট তৈরি করেছি, এর মাধ্যমে ৬টি রুটে মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে, একটি তো হয়েই গেছে। ইতোমধ্যে আমরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের জন্য সার্ভে শুরু করেছি। আমি থাকতে থাকতে প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল হেডকোয়ার্টারের সঙ্গে সংযুক্ত করে দিয়ে যাব। যাতে দেশের মানুষ দ্রুততম সময় যানজটমুক্ত হয়ে চলাচল করতে পারে।’

ভবিষ্যতে ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণের ইচ্ছা আছে জানিয়ে সংসদ নেতা বলেন,  মীরসরাই থেকে টেকনাফ পর্যন্ত অনেক শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.