জাতীয় সংসদে অর্থ বিল পাস

জাতীয় সংসদে চলতি ২০২৪ সালের অর্থ বিল পাস করা হয়েছে। সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ ও কতিপয় আইন সংশোধনকল্পে আনীত বিলটি (অর্থ বিল, ২০২৪) পাস করা হয়।

শনিবার (২৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ অর্থ বিল পাসের জন্য প্রস্তাব করেন। এর পর বিলটি কণ্ঠ ভোটে  স্থিরীকৃত আকারে পাস হয়।

এদিকে বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব উপস্থাপন করেন বিরোধী দলের সদস্যরা। পরে প্রস্তাবগুলোর উপর আলোচনার পর তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

এছাড়া বিরোধী দল ও সরকারি দলের সদস্যরা কিছু সংশোধনী প্রস্তাবও আনেন বিলটির ওপর। এ সংশোধনী প্রস্তাবগুলোয় বেশ কয়েকটি প্রস্তাব অর্থমন্ত্রী গ্রহণ করেন। এর পর বিলটি পাস হয়। আগামীকাল রোববার (৩০ জুন) ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট পাস করা হবে।

গত ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এরপর গত কয়েক সপ্তাহে, প্রস্তাবিত বেশকিছু নীতি নিয়ে আলোচনা-সমালোচনা হয় সংসদে। যার একটি কালো টাকা সাদা করার সুযোগ। বাজেটের সাধারণ আলোচনার শেষ দিনেও এ নিয়ে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা।

হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে কর অবকাশ সুবিধা প্রত্যাহারের প্রস্তাব দেয়া হয় বাজেটে, তা বাতিলের দাবি উঠেছিল সংসদে। একই সাথে ব্যক্তি আয়ের কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার কথা বলেন। অর্থমন্ত্রী তার সমাপনী বক্তব্যে এমন সব নীতি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন সংসদে। স্পিকার বিলটি পাসের জন্য ভোটে দিলে কণ্ঠভোটে তা পাস হয়। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.