ছাদখোলা বাসে অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি

বুইনস এইরেসে মেসিদের বাস প্যারেড | ছবি: রয়টার্স

আর্জেন্টিনা সময় গভীর রাতে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল বুয়েনস এইরেসে পৌঁছেছে। সেখান থেকেই লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, নিকোলাস ওতামেন্দিরা সোজা চলে গেছেন বিমানবন্দর টারমাকে অপেক্ষমাণ ছাদখোলা বাসে। সেই বাসে করেই শহর প্রদক্ষিণ করেছেন তাঁরা। বুয়েনস এইরেসের রাস্তায় গভীর রাতে জড়ো হওয়া হাজার হাজার ভক্ত–সমর্থকের অভিনন্দনের জবাব দিয়েছেন মেসিরা। কিন্তু বাস প্যারেডের মধ্যেই অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন মেসিসহ আর্জেন্টিনার বেশ কয়েক ফুটবলার।

বিমান থামার সঙ্গে সঙ্গেই কোচ লিওনেল স্কালোনির সঙ্গে বিশ্বকাপ ট্রফি হাতে নেমে আসেন মেসি। হাজার হাজার মানুষ আনন্দধ্বনিতে স্বাগত জানায় আর্জেন্টিনা দলকে। মেসি এর পরপরই ট্রফি হাতে গিয়ে ওঠেন বাসের ছাদে। লিওনেল মেসির সঙ্গে ছিলেন আনহেল দি মারিয়া, নিকোলাস ওদামেন্দি, রদ্রিগো দি পল ও লিয়ান্দ্রো পারেদেসরা। তাঁরা সবাই ছাদখেলা বাসের এক পাশে ছোট একটা ছাদে দাঁড়িয়ে যখন জনতার অভিবাদনের জবাব দিচ্ছেন, ঠিক তখনই রাস্তার ঝুলন্ত তার এসে পড়ে তাঁদের সামনে। দ্রুতই মাথা নিচু করে তাঁরা দুর্ঘটনার হাত থেকে বাঁচেন। মেসিকে মাথার সঙ্গে সঙ্গে হাতে থাকা বিশ্বকাপ ট্রফি নিয়েও ভাবতে হয়েছে। তবে এক পাশে থাকা লিয়ান্দ্রো পারেদেস মাথায় আঘাত পেয়েছেন। মাথায় থাকা টুপিও হারিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবলার।

তাৎক্ষণিকভাবে ব্যাপারটি নিয়ে রসিকতাই করে উড়িয়ে দিয়েছেন তাঁরা সবাই। তবে ব্যাপারটি বড় বিপদই ডেকে আনতে পারত!

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.