র‍্যাব হেফাজতে আবদুর রহমান বদি

চট্টগ্রামের জিইসি থেকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে আটক করেছে র‍্যাব-৭। টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় মঙ্গলবার (২০ আগস্ট) রাত ৯ টার দিকে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানা গেছে।

র‍্যাব-৭ এর একটি সূত্র জানিয়েছে, বদিকে আটক করে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এ বিষয়ে ঢাকায় র‍্যাব সদরদপ্তর থেকে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে সূত্রটি।

৯ম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন দেওয়া হয় এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘ইয়াবা গডফাদার’ হিসেবে আছেন বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.